বগুড়ায় যুব ইউনিয়নের নেতার ওপর হামলার ঘটনায় কারাগারে ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ৩১ মে ২০২১
আহত সুলতান আহমেদ রবিন

বগুড়ায় সুলতান আহমেদ রবিন যুব ইউনিয়নের এক নেতার ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক এই আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- মিল্টন (৩০), তারেক উদ্দিন (৩২), আনোয়ার (২৬) এবং বৃন্দাবন পাড়া এলাকার বিল্লু (২৩)।

অভিযুক্তদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শেখ হাবিবুল হাসান ড্রেক। তিনি জানান, সোমবার মামলার এজাহারভুক্ত আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক আহমেদ শাহরিয়ার তারিক জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠান।

উল্লেখ্য, ১৪ মে ঈদের দিন রাতে বগুড়া সদর উপজেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ রবিনকে মারধর করেন অভিযুক্তরা। শহরের কাটনারপাড়া হটু মিয়া লেনে এই ঘটনা ঘটে। পরের দিন এ বিষয়ে সুলতান আহমেদের মা মুঞ্জিলিনা বেগম বাদী হয়ে সদর থানায় ওই চারজনের বিরুদ্ধে মামলা করেন।

এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।