গৃহবধূর বাড়ি দখলচেষ্টার অভিযোগ দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে
জয়পুরহাটে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী এক গৃহবধূ। সদর উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী পারভিন বেগম ওই গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে সাইদুর রহমানকে দাদন ব্যবসায়ী উল্লেখ করে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
পারভিন বেগম বলেন, বেশ কিছু দিন আগে স্বামী আব্দুর রাজ্জাককে প্রতি মাসে লাখে ১২ হাজার টাকা সুদে মোট আট লাখ টাকা দেন সাইদুর রহমান। সেই টাকার সুদ দিতে গিয়ে রাজ্জাক দেউলিয়া হয়ে গোপনে বিদেশে পাড়ি জমিয়েছেন। সাইদুর এখন আমার বাড়ি দখল করার জন্য হুমকি দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় আমার দুই নাবালক ছেলে সন্তানকে নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি।
দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তিনি বলেন, গত ২০১৪ সালের ১৫ অক্টোবর রাজ্জাক একই গ্রামে থাকা তার নিজ সম্পত্তির উপর একটি আধাপাকা বাড়ি ও আশপাশের ভিটাসহ মোট ১৯ শতক জমি তাকে ও তার দুই নাবালক সন্তানকে রেজিস্ট্রি দলিলমূলে লিখে দেন। স্বামী অনুপস্থিতিতে এমনিতেই দুই সন্তানসহ নিজের ভরণ-পোষণের কোনো ব্যবস্থা না থাকায় দূর্বিসহ জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে দাদন ব্যবসায়ী সাইদুর এ বাড়িটি এখন নিজের দাবি করে ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, সাইদুর তার ভাড়াটে লোক দিয়ে রাতেও বাড়ির দরজায় ধাক্কা দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, পূর্বে ২০১৪ সালের ১৫ অক্টোবর রাজ্জাক যে সম্পত্তি তার স্ত্রী ও দুই ছেলেকে দলিলমূলে লিখে দেন একই সম্পত্তি দুই বছরপর গত ২০১৬ সালে সাইদুরকেও লিখে দেন।
একই গ্রামের আলমাস হোসেন, আবুল কালাম, মোকাব্বরসহ এলাকাবাসীদের অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইবছর আগে রাজ্জাক তার স্ত্রী ও দুই সন্তানকে জমি লিখে দেন। কিন্তু সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাজ্জাক ভয়ে ওই সম্পত্তি সাইদুরকে দলিল করে দিয়ে গোপনে বিদেশ চলে যান। এখন রাজ্জাকের স্ত্রী ও তার দুই নাবালক সন্তানকে বাড়ি ছাড়ার জন্য হুমকি দিচ্ছেন।
এ ব্যাপারে স্থানীয় আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু বলেন, ওই এলাকায় চড়া সুদে অনেকে দাদন ব্যবসা করছেন বলে মৌখিক অভিযোগ পেয়েছি। এ কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রাশেদুজ্জামান/আরএইচ/এমকেএইচ