দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরলেন আরও ৯ বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০১ জুন ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন আরও নয় বাংলাদেশি। মঙ্গলবার (১ জুন) চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত চেকপোস্ট দিয়ে নয়জন দেশে ফেরেন। এদের কারো শরীরে করোনা পজিটিভ হয়নি। দেশে ফেরাদের সকল প্রক্রিয়া শেষে নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) ঝিনাইদহ হোটেলে নেয়া হয়েছে। সেখানে তারা নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এখন পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া ৭৪২ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।