মোংলায় আরও ৩৩ জন করোনা পজিটিভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০১ জুন ২০২১
ফাইল ছবি

মোংলায় নতুন করে আরও ৩৩ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে গত কয়েক দিনের চেয়ে আক্রান্তের হার ১৮ শতাংশ কমে এখন ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. জীবিতেষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে ৫৯ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৩ জন পজিটিভ পাওয়া যায়।

তিনি আরও বলেন, গত ২০ এপ্রিল থেকে মোংলায় র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনার পরীক্ষা শুরু হয়েছে। গত ২৯ মে পর্যন্ত এক মাস ৯ দিনে ১৮২ জনের পরীক্ষার পর ৮৯ জন পজিটিভ পাওয়া যায়। পরীক্ষণ বিবেচনায় যা শতকরা আক্রান্তের হার ৭৩.৮০ ভাগ।

তবে মঙ্গলবার ৫৯ জনের পরীক্ষায় ৩৩ জন পজিটিভ হয়। এতে পরীক্ষণ বিবেচনায় আক্রান্তের হার প্রায় ৫৬ ভাগ। যা আগের দিনের তুলনায় ১৮ ভাগ কম।

এদিকে করোনা প্রতিরোধে রোববার (৩০ মে) থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ তৃতীয় দিনের মতো চলছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, নতুন করে করোনায় আক্রান্ত ৩৩ জনের বাড়ি দ্রুত লকডাউন করা হবে।

এরশাদ হোসেন রনি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।