নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৩ জুন ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে নোয়াখালীতে। গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত আট হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের। মোট আক্রান্তের হার নয় দশমিক ৯২ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

বুধবার (২ মে) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে, নোয়াখালী সদরে ৫৯ জন, বেগমগঞ্জে ১২ জন, সোনাইমুড়িতে একজন, চাটখিলে আটজন, সেনবাগে চারজন, কোম্পানীগঞ্জে আটজন ও কবিরহাটে ছয়জন। এদিন সদর উপজেলার একজন রোগী মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে জানান, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৫১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৩৩ জন ও আইসোলেশনে আছেন আরও ১২জন।

তিনি আরও জানান, জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত উপজেলা সদর (সুধারাম)। এখানে মোট আক্রান্ত তিন হাজার ৬২ জন এবং সবচেয়ে কম আক্রান্ত দ্বীপ উপজেলা হাতিয়া। এখানে মোট আক্রান্ত ১৬৬ জন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।