সাড়ে ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা কাদের মির্জার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৩ জুন ২০২১

নোয়াখালীর ২০২১-২২ অর্থ বছরে বসুরহাট পৌরসভার জন্য ৮৩ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে পৌরসভায় নিজের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পৌর কাউন্সিলর ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা, উন্নয়ন অনুদান সাড়ে ৫৫ কোটি টাকা, মূলধন হিসাব দুই কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে এক কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৫৪৫ টাকা।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ২২ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৬৯৬ টাকা, উন্নয়ন ব্যয় সাড়ে ৫৫ কোটি টাকা, মূলধন ব্যয় দুই কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৫৪৮ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে দুই কোটি ৭৯ লাখ ৪৮ হাজার ৮৪৯ টাকা।

কাদের মির্জা বলেন, ‘বাজেটে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে উদ্ভূত প্রতিকূল অবস্থাকে বিবেচনায় রেখে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে পরিণত হবে’।

এছাড়া করোনা পরিস্থতিতে পূর্ব ঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন ও পরিষ্কার-পরিচ্ছন্ন শহর নির্মাণ এবং বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ চলমান থাকবে বলে জানান মেয়র।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।