বগুড়ায় ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৩ জুন ২০২১

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ পিয়াস হোসেন নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

বৃহস্পতিবার বিকেলের দিকে দুপচাঁচিয়া উপজেলা বেলহট্টি গ্রাম থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মুঠোফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। পিয়াস উপজেলার পালোকুড়ি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) কিশোর রায়। র‍্যাব কর্মকর্তা কিশোর রায় বলেন, আটক পিয়াসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।