চেক প্রতারণা মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ জুন ২০২১

নোয়াখালীর কবিরহাটে চেক প্রতারণা মামালায় মো. ইবরাহিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ জুন) রাতে ৮টায় ধানশালিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইবরাহিম ওই এলাকার মো. মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, ইসলামী ব্যাংক চাপরাশিরহাট শাখার একটি চেক প্রতারণার মামলায় ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইবরাহিমকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাকিয়া বাজার এলাকার ইয়াবা ব্যবসার মূল কারবারি এই ইবরাহিম। তিন নিজেও ইয়াবা সেবন করেন। তাকিয়া বাজার সংলগ্ন মুরগির খামারে প্রভাবশালীদের সহায়তায় তিনি মাদকের আস্তানা গড়ে তুলেছেন।

এলাকাবাসীর অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার ফজলে আজীম। তিনি বলেন, ‘হঠাৎ করে আমার এলাকায় ইয়াবা বিক্রি ও সেবনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।’

ওসি টমাস বড়ুয়া বলেন, ‘চেক প্রতারণার একটি মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।