নাটোরের প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৪ জুন ২০২১

নাটোরের প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম মুনি মারা গেছেন। শুক্রবার (৪ জুন) সকাল ৯টায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের নাটোর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি নাটোরের স্থানীয় দৈনিক জনদেশের ব্যবস্থাপনা সম্পাদক ও চ্যানেল ওয়ানের নাটোর প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। তিনি নাটোর প্রেস ক্লাবেও দীর্ঘদিন নেতৃত্ব দেন।

মৃত্যকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর শহরের মাদরাসা মোড় পুরাতন বাস টার্মিনালের পৌরসভা জামে মসজিদে জানাজা শেষে গাড়ীখানা কবরস্থানে তাকে দাফন করা হবে।

নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ সুধী সমাজের প্রতিনিধিরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রেজাউল করিম রেজা/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।