নদী রক্ষার দাবিতে মেঘনার তীরে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৪ জুন ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ দখল মুক্ত করার দাবিতে মেঘনা নদীর তীরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৪ জুন) বেলা ১১টার দিকে হাতিয়া সীমান্তে ভূঁইয়ার হাট সংলগ্ন ৪নম্বর ঘাটে ‘উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের’ ব্যানারে পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই নদীতে যেন জোয়ার আসুক। পাল তোলা নৌকা চলুক। নদী খেকোদের দৌরাত্ম্যে যেন লাগাম টেনে ধরা হয়। বার বার প্রতিশ্রুতি দিয়েও নদী রক্ষা করা যাচ্ছে না উল্লেখ করে সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী দীর্ঘদিন ধরে মেঘনা নদীর একটি বিশাল অংশ দখল করে নিয়েছেন। বাঁধ দিয়ে মাছের প্রজেক্ট ও বসতবাড়ি নির্মাণ করেছেন। আবার কেউ কেউ ঘর-বাড়ি তৈরির জন্য ভূমিহীনদের কাছে বিক্রিও করে দিচ্ছেন।

এসময় উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী শাখার উপদেষ্টা জহিরুল ইসলাম টিটু, সভাপতি আব্দুল বারী বাবুল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিব উল্যা মহিব, সহ-সভাপতি হারুন অর রশিদ, ব্যবসায়ী নুরুল হুদা, সাখাওয়াত উল্যাহ, প্রভাষক মিজানুর রহমান, সফিকুল ইসলাম সাজু, কামাল চৌধুরী, শিক্ষক নেতা নাছিম ফারুকি ও ইমাম উদ্দিন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।