মোংলায় কঠোর বিধি-নিষেধের ষষ্ঠ দিন, রাস্তাঘাট ফাঁকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাটি)
প্রকাশিত: ১১:২০ পিএম, ০৪ জুন ২০২১

করোনাভাইরাস এড়াতে আরোপিত কঠোর বিধি-নিষেধের ষষ্ঠ দিনে বাগেরহাটের মোংলা পৌর এলাকায় সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফলে শুক্রবার (৪ জুন) শহরে লোকসমাগম ছিল সাধারণ দিনের তুলনায় খুবই কম। পৌর এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল দিতে দেখা গেছে প্রশাসনকে।

তবে শহরের বাজারগুলোতে ভিড় ছিল আগের মতোই। সেখানে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে চলাচল করছে।

এদিকে, প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা না করা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ। করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাবার, ফলমূল পৌঁছে দেয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যেরও খোঁজখবর নিচ্ছেন পৌর মেয়র শেখ আ. রহমান।

এছাড়া, করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন বোতল সরবরাহ করে আসছেন শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।

সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার ছাড়া প্রতিদিন করোনা পরীক্ষার ব্যবস্থা নিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, গত ২০ এপ্রিল থেকে মোংলায় করোনাভাইরাস শনাক্তে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। ২৯ মে পর্যন্ত এক মাস ৯ দিনে ১৮২ জনকে পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২৯ মে নমুনা দেয়া ৪২ জনের মধ্যে পজিটিভ আসে ৩১ জনের। পরীক্ষা বিবেচনায় যা শতকরা আক্রান্তের হার ৭৩ দশমিক ৮০ ভাগ। এরপর ১ জুন ৫৯ জনের পরীক্ষায় ৩৩ জন পজিটিভ হন। এদিন আক্রান্তের হার ছিল শতকরা প্রায় ৫৬ ভাগ। ৩ জুন ২৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ছিল ৪০ শতাংশ।

রোবিবার (৬ জুন) ৮ দিনের এই বিধি-নিষেধের মেয়াদ শেষ হবে।

মো. এরশাদ হোসেন রনি/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।