বড়াল রক্ষায় ১১ কিলোমিটার পদযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৫ জুন ২০২১

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কিলোমিটার পদযাত্রা করেছে বড়াল পাড়ের বাসিন্দারা। বিশ্ব দৌড় দিবস ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে বড়াল পাড়ের বাসিন্দা আরিফুর রহমান কনকের উদ্যোগে এ পদযাত্রায় অংশ নেয় প্রায় অর্ধশত মানুষ।

শুক্রবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পদযাত্রার শুরু হয়।

এসময় বড়াল নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী বলেন, ‘নদীর প্রবাহ বন্ধ করার এখতিয়ার কারো নেই। বড়াল হলো পদ্মা ও যমুনার সংযোগকারী নদী। এ নদীর সকল প্রতিবন্ধকতা, অপরিকল্পিত ব্রিজ, স্লুইচ গেটসহ সকল বাঁধ অপসারণ ও দ্রুত নদীর সীমানা নির্ধারণ করতে হবে’।

পদযাত্রার পাশাপাশি আয়োজকরা বিভিন্ন মোড়ে নদী সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ আয়োজন করেন।

jagonews24

সমাবেশে আরিফুর রহমান কনক বলেন, ‘নদী খনন করে অপরিকল্পিত স্লুইচগেট অপসারণ করতে হবে ও দখলমুক্ত করতে হবে। এছাড়া নদীর নাব্যতা সঙ্কটে জীববৈচিত্র্য ধ্বংস ও পরিবেশগত ক্ষতি হবার ফলে নদী অববাহিকার ওপর নির্ভরশীল মানুষ হুমকির মুখে পড়েছে’।

এসময় বক্তারা দ্রুততার ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করে খননের উদ্যোগ গ্রহণ ও নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষার জোর দাবি জানান।

রেজাউল করিম রেজা/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।