মোংলায় জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৫ জুন ২০২১

বিশ্ব পরিবেশ দিবসে মোংলায় জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সুন্দরবন উপকূলের তেলিখালী পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক সাংবাদিক মো. নূর আলম শেখের সভাপতিত্বে গীতিকার মোল্লা আল মামুন ও হালদার, চিলা কৃষিজমি রক্ষা আন্দোলনের নেতা মো. আলম গাজী, বিজন কুমার বৈদ্য, জাকির মোসাল্লী, হেম রায়, আলাউদ্দিন শেখ, গৌর রায়, ইশারাত ফকির, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার শেখ রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।

jagonews24

মানববন্ধনে বক্তারা কৃষিজমি নষ্ট করে পরিবেশবিরোধী উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে জলবায়ু ঝুঁকি থেকে সুন্দরবনসহ উপকূলের জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান।

মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।