চাটখিলের সেই দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা
নোয়াখালীর চাটখিলে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আটক দুলাভাই মো. রুবেল হোসেনের (২৭) বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।
শনিবার (৫ জুন) ওই কিশোরীর (১৩) মা বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক রুবেলকে শনিবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে কিশোরীর ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
এর আগে শুক্রবার (৪ জুন) দুপুরে কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন রুবেল। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে রুবেল পালিয়ে যান। পরে কিশোরীর পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুবেল পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে।
চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে ঘরজামাই থাকেন খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে রুবেল হোসেন।
এমএইচআর/এমকেএইচ