পটুয়াখালীতে দেড় ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৬ জুন ২০২১

পটুয়াখালীতে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। এ সময় ঝড়ো বাতাসও বয়ে যায়। নিচু এলাকাগুলোতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রোববার (৬ জুন) দুপুর ১টা ২৮ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত দেড় ঘণ্টায় অতিমাত্রার ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৪৮ কিলোমিটার।

রিকশাচালক আব্বাস জানান, ‘দুপুরে থেকে প্রচুর বৃষ্টি তাই রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যায়। এখন বৃষ্টি কম তাই রিকশা নিয়ে নেমেছি। দেখি কিছু আয় করতে পারি কি-না।’

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাসুদ রানা জানান, দেড় ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন বৃষ্টি কম। কিন্তু রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।