ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলা : রোমান ২ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৭ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহাদৎ হোসেনের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. রোমানকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৭ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকি-আল-ফারাবী এ রিমান্ড আদেশ দেন।

এ ঘটনায় হামলার শিকার হন সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক।

মামলার আসামি রোমান ও জুম্মান জেলা শহরের কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে।

শাহাদাতের পক্ষের আইনজীবী তারেকুল ইসলাম মৃধা রোমান বলেন, ‘রোমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবী এ কে এম ফেরদৌস ও আপেল মাহমুদ রোমানের পক্ষে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।’

এদিকে এ ঘটনায় সৈনিক লীগ নেতা জুম্মানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জুম্মান জেলা সৈনিক লীগের আহ্বায়ক ও কাজীপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

 

গত ১ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে একটি মানববন্ধনের কর্মসূচি চলাকালে সাংবাদিক শাহাদাতের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সংবাদকর্মীরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় সাংবাদিক শাহাদাৎ হোসেন বাদী হয়ে ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী রোমান মিয়া (২৮) ও তার ভাই জেলা সৈনিক লীগ নেতা মো. জুম্মান (৩৬) সহ আরও অজ্ঞাত ৫-৬ জনকে।

আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।