শিয়াল ঠেকাতে খামারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেল শিশুর
বগুড়ার শাজাহানপুরে খামারে শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা করতে বিদ্যুৎ সংযোগ দেয়া নেটের বেড়ায় জড়িয়ে শিহাব বাবু (১১) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের খণ্ডক্ষেত্র গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব বাবু উপজেলার গোহাইল গ্রামের পিকআপচালক ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) দিনেস চন্দ্র জানান, উপজেলার খণ্ডক্ষেত্র গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নানের মুরগির শেড ভাড়া নেন গোহাইল গ্রামের হবিবর রহমানের ছেলে রেজাউল করিম। সেখানে রেজাউল করিম মুরগি খামারের ব্যবসা করে আসছেন। শিহাব বাবু ওই খামারে শ্রমিকের কাজ করছিল।
স্থানীয়রা জানান, শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা করতে খামারের নেটের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন রেজাউল
। সোমবার দুপুরে খামারের শ্রমিক শিহাব মুরগিকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া নেটের বেড়ার সঙ্গে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই মারা যায় সে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসআর/এমএস