জয়পুরহাট-পাঁচবিবি পৌরসভায় ‘বিধিনিষেধ’
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় নতুন করে ‘বিধিনিষেধ’ আরোপ করেছে জেলা প্রশাসন। সোমবার (৭ জুন) বিকেলে অনলাইনে জেলা করোনা নিয়ন্ত্রণ ও মনিটরিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকানপাটসহ বাস চলাচল বন্ধ থাকবে। তবে ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে। অন্যান্য দোকানপাট রাত আটটার পরিবর্তে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পুলিশ সুপার মাছুম আহামদ ভূঁইয়া, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ দিনে জেলায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। জয়পুরহাটে এ পর্যন্ত ১৫ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ৬১৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮১ জন।
রাশেদুজ্জামান/আরএইচ/এমএস