সিরাজগঞ্জে দালাল চক্রের ৭ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৮ জুন ২০২১

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম এ তথ্য জানান।

passport1

এর আগে সোমবার (৭ জুন) বিকেলে পাসপোর্ট অফিস থেকে তাকের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষর বিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণির অফিসারদের সত্যায়িত সিল ও দুটি কম্পিউটার উদ্ধার করা হয়।

passport1

আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া (জগাইমোড়) এলাকার ইজ্জত আলীর ছেলে মোক্তার হোসেন সুমন (৩২), আসলাম উদ্দিন সরকারের ছেলে শাকিল সরকার (৩৬), তারা মিয়ার ছেলে মো. সোহেল (২৯), আবদুর রশিদের ছেলে সুমন (৩৮), দিয়ার ধানগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৩), মো. কাউসার (২৪) ও সিরাজী রোডের আব্দুল হাইয়ের ছেলে বাবুল শেখ (৪০)।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।