মৌলভীবাজারে মিলল বিপন্ন প্রজাতির কচ্ছপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৮ জুন ২০২১

মৌলভীবাজারের রাজনগরে বিপন্ন প্রজাতির একটি `ফ্ল্যাপ শেলড' কচ্ছপ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলার পদিনাপুর গ্রাম থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার রাজনগর ইউনিয়নের পদিনাপুর গ্রামের শাহজান মিয়ার বাড়ির পুকুর পাড়ে রোদ পোহানোর জন্য কচ্ছপটি উঠে আসে। এ সময় শাহজান মিয়া এক কেজি ওজনের কচ্ছপটি ধরে বিক্রি করার জন্য একটি দোকানে নিয়ে আসেন। পরে প্রশাসনের ভয়ে তিনি বলদাসাগর দীঘিতে ছেড়ে দেন।

এ বিষয়ে শাহজান মিয়া বলেন, আমার পুকুরে এ ধরনের আরও কচ্ছপ আছে। এ গুলো ধরা যায় না। পুকুরের মাছ খেয়ে ক্ষতি করছে।

উল্লেখ্য, বিপন্ন প্রজাতির কচ্ছপটির নাম ফ্ল্যাপ শেলড (Lissemys punctata)। এটি দক্ষিণ এশিয়ার মিঠা পানিতে পাওয়া যায়। প্লাস্ট্রনে অবস্থিত ফেমোরাল ফ্ল্যাপের কারণে কচ্ছপের এ প্রজাতিকে ‘ফ্ল্যাপ শেলড’ হিসেবে নামকরণ করা হয়েছে।

আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।