গাজীপুরে পোশাক কারখানায় আগুন, পুড়ে গেছে মেশিন-সুতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৯ জুন ২০২১

গাজীপুরের কোনাবাড়িতে জার্সি নিট ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভেতরে থাকা মেশিন, সুতা, পুরো শেড ও মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ১২টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

jagonews24

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র ওয়্যারহাউস ইন্সপেক্টর তাশাররফ হোসেন জানান, কারখানার সেমিপাকা দ্বিতল টিনশেড ভবনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিচে থাকা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি, কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুটি এবং কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল বলে জানান তিনি।

আমিনুল ইসলাম/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।