নবরূপে নজর কেড়েছে কুয়াকাটা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৯ জুন ২০২১

লকডাউনে ছুটির দিনগুলোতেও খাঁ খাঁ করছে কুয়াকাটা সমুদ্রসৈকত। দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকায় কোলাহলমুক্ত সৈকতের প্রকৃতিতে যেন প্রাণ ফিরেছে।

আপন ভুবনে বেড়ে উঠেছে বিলীন হওয়া সাগরলতা। পুরো সৈকতে দেখা মিলছে লাল কাঁকড়ার কারুকার্য। রূপালি ঝিনুকগুলো সেজেছে বাহারি সাজে।

jagonews24

মুক্ত পরিবেশে লাল কাঁকড়ার ছোটাছুটি দেখে প্রাণ জুড়িয়ে যায়। গোটা সৈকত যেন ছেয়ে গেছে সবুজের সমারোহে। ১৮ কিলোমিটার সৈকতের দুইধারে এমন দৃশ্য এখন সবার নজর কাড়ে।

লকডাউনের কারণে গত ১ এপ্রিল থেকে পর্যটকশূন্য পুরো সৈকত। এই ফাঁকে সৈকতে আপন জগৎ তৈরি করেছে ক্ষুদ্র এসব প্রাণী। পর্যটকদের বিচরণ না থাকায় সৈকতের বালুতে মাথা তুলেছে সবুজ সাগরলতা। দোল খাওয়া ছোট ছোট সবুজ পাতা এক অনন্য রূপ দিয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকতকে। সেই সঙ্গে স্বচ্ছ জলরাশিও জানান দিচ্ছে আপন রূপে ফেরার।

jagonews24

সৈকতের ট্যুর গাইড ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, ‘লকডাউনের কারণে কোনো পর্যটক না আসায় সি-বিচে অনেক পরিবর্তন হয়েছে। দেখতে দারুণ লাগে।’

পরিবেশ নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘বিচে সৌন্দর্য রক্ষা করা এই লাল কাঁকড়া ও কচ্ছপের বাচ্চা মোটরসাইকেলের চাকার নিচে কিংবা জনসমাগমের পায়ের তলায় পিষে যায়। তাই আমরা গত ৫ মে সৈকতের দুই পয়েন্ট গঙ্গামতি ও লেবুর বনে লাল কাঁকড়া ও কচ্ছপের নিরাপদের জন্য বাঁশের বেষ্টনী দিয়ে অভয়াশ্রমের ব্যবস্থা করেছি। ঘূর্ণিঝড় ইয়াসে এর কিছুটা ক্ষতি হয়েছে। এখন আমরা সেটা আবার মেরামত করার প্রস্তুতি নিচ্ছি।’

jagonews24

তিনি আরও জানান, লাল কাঁকড়া ও কচ্ছপের অভয়াশ্রমে মোটরসাইকেল চালানো ও শব্দদূষণ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এই অভয়াশ্রমটি কলাপাড়া উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সমন্বয়ে বাস্তবায়ন করা হয়েছে।

jagonews24

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জাগো নিউজকে বলেন, ‘লকডাউনের কারণে ট্যুরিস্ট না থাকায় কুয়াকাটা এখন যেন ঘুমন্ত পর্যটন। তবে জীববৈচিত্র্য রক্ষায় যে পদক্ষেপ নেয়া হয়েছে তা অবশ্যই প্রশংসনীয়।’

jagonews24

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জাগো নিউজকে বলেন, কুয়াকাটাকে পর্যটনবান্ধব করে তুলতে আমি সবসময়ই চেষ্টা করে যাচ্ছি। এই সৌন্দর্যকে দীর্ঘমেয়াদি রূপ দিতে বেশকিছু পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।