গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১২ পিএম, ১০ জুন ২০২১

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় সড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টাইল ক্রাফট লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে ১২টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিল।

আন্দোলনরত এক শ্রমিক জানান, বুধবার (৯ জুন) মালিক কারখানায় আসলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন দাবির বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়েই চলে যান। তাই বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।

এদিকে এরআগে গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করা হয়।

তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও কারখানা কতৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমিনুল ইসলাম/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।