নাসিরনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১১ জুন ২০২১
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রফুজ মিয়া (৫০) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

শুক্রবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের দাঁতমন্ডলের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

রফুজ মিয়া ওই এলাকার মৃত মালা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, রফুজ মিয়া পেশায় একজন কৃষক। বিকেলে তার বাড়ির কাছে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আবুল হাসনাত মো. রাফি/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।