লাইনের ওপর বিকল ট্রাক, কর্মচারীর বুদ্ধিমত্তায় দুর্ঘটনা এড়াল ট্রেন
দিনাজপুরের হিলি জিরোপয়েন্ট এলাকায় রেল লাইনের ওপর ভারতীয় আমদানি করা পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে যায়। এ সময় হান্নান নামে এক সিঅ্যান্ডএফ কর্মচারীর বুদ্ধিমত্তায় দুর্ঘটনা এড়াল ট্রেন। অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনে থাকা কয়েকশ যাত্রী।
রোববার (১৩ জুন) দুপুর ১২টা ৭ মিনিটে হিলি সীমান্তের চেকপোস্ট জিরোপয়েন্ট অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
হিলি চেকপোস্ট গেটের সিঅ্যান্ডএফ কর্মচারী হান্নান বলেন, ‘আমি লাল পতাকা দিয়ে ট্রেনটিকে থামানোর উদ্দেশ্যে যাই। এ সময় পয়েন্টম্যান স্টেশন মাস্টারকে দ্রুত খবর দিয়ে ডাউন সিগন্যাল তুলে নিতে বলে। পরে ট্রেনটি আউট সিগন্যালে থেমে যায়।’

হিলি রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান গোলাম মোস্তফা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশনের প্রবেশের আগ মুহূর্তে ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক লাইনের ওপর এসে বিকল হয়ে যায়। এ সময় চেকপোস্ট এলাকায় কর্মরত সিঅ্যান্ডএফের কর্মচারী হান্নান লাল পতাকা তুললে দুর্ঘটনার কবল এলাকা থেকে ২০০ গজ দূরে ট্রেনটি থামাতে সক্ষম হয়। লাইনের ওপর থেকে অন্য একটি ট্রাক দিয়ে বিকল ট্রাকটিকে সরানোর পর ট্রেনটি সেখানে ৫ মিনিট অপেক্ষার পর আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এমদাদুল হক মিলন/এসজে/এমএস