দিনাজপুর সদরে সাত দিনের লকডাউন ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:১১ এএম, ১৪ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আগামী ১৫ জুন (মঙ্গলবার) থেকে এই লকডাউন কার্যকর হবে।

রোববার (১৩ জুন) রাত ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে জরুরি পরিষেবা ছাড়া সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ থাকবে।

এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, গত ৪৮ ঘণ্টায় দিনাজপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন এবং বিরামপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরেরই ২৭ জন। করোনা শনাক্তের হার ৩২.১৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৬ হাজার ২৭১ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মাঝে ৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪৩ জন। গত ১৩ দিনেই ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের ৮ জন।

এমদাদ হক/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।