‘বঙ্গবন্ধুর আদর্শে জনগণের পুলিশ হয়ে উঠতে হবে’
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. ময়নুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পুলিশ হয়ে উঠতে হবে।’

সোমবার (১৪ জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ টেনিং সেন্টারের প্যারেড মাঠে আয়োজিত ১৯তম বিভাগীয় ক্যাডেট এসআইগণের সমাপনী কুচকাওয়াজ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি করে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা সৃষ্টির লক্ষে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও। তোমরা পাকিস্তানিদের শোষকদের পুলিশ নও। তোমরা জনগণের পুলিশ, তোমাদের কর্তব্য জনগণের সেবা করা।’ - জাতির পিতার এ মহান নির্দেশনাকে চিত্তে ধারণ করে প্রত্যেক পুলিশ সদস্যকে এগিয়ে যেতে হবে।

এসময় পুলিশ সুপার (ট্রেনিং) মো. আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মারুফা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিডিআই) সৈয়দ মোহসিনুল হক, সহকারী পুলিশ সুপার (সিএলআই) দেলোয়ার হোসেন খান, আহসান হাবীব পিপিএমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ৮৭৭ জন নিয়ে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শুরুকালীন সময়ে বিভিন্ন কারণে ২২৫ জনকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া ৬২৩ জন পুরুষ ও ২৯ জন নারী এ প্রশিক্ষণ সমাপ্ত করেন। এছাড়া চার ক্যাটাগরিতে প্রথম অর্জনকারীকে ক্রেস্ট দেয়া হয় এ অনুষ্ঠানে।
এস এম এরশাদ/এসএমএম/জেআইএম