জাল টাকাসহ পুলিশের হাতে ধরা স্বামী-স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৪ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাল টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিছ মিয়ার ছেলে ওবায়দুল হক (৩৮) ও তার স্ত্রী জাহানারা বেগম কমলা (৩৫)।

এর আগে রোববার (১৩ জুন) রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে ১০০ টাকার ১০৫টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওবায়দুল হকের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতি, অস্ত্র ও অপহরণের ৪টি মামলা রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।