জয়পুরহাটে ২৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৪ জুন ২০২১

জয়পুরহাটের আক্কেলপুরে ২৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি সরস্বতী মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুন) রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বেশ কয়েকদিন আগে ওই গ্রামের রানা তালুকদার পুকুর সংস্কারের সময় মূর্তিটি পেয়ে বাড়িতে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে কষ্টিপাথরের সরস্বতী মূর্তিটি উদ্ধার করেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, মূর্তিটি মহামূল্যবান এবং হাজার বছরের পুরনো। এটি আমাদের প্রাচীন নিদর্শন। আদালতের ট্রেজারি শাখায় জমার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিভাগে জমা হবে।

রাশেদুজ্জামান/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।