স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নিল মুখোশধারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৪ জুন ২০২১

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (ঘোড়া প্রতীক) প্রচার মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ জুন) বিকেলে ইউনিয়নের জাজিরা এলাকায় মুখোশধারীরা শব্দযন্ত্রটি ছিনিয়ে নেন। এসময় ঘোড়া প্রতীকের ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেন তারা।

jagonews24

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুর রহমান জানান, তার প্রচার কর্মী মো. সোহাগ ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নির্বাচনী প্রচারে বের হন। ঘটনার সময় অটোরিকশাটিয়া জাজিরা এলাকায় পৌঁছালে আট থেকে ১০ জন মুখোশধারী মোটরসাইকেলযোগে গিয়ে হামলা করেন। পরে হামলাকারীরা প্রচারকাজে ব্যবহৃত মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নিয়ে যান। এসময় ঘোড়া প্রতীকের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন তারা।

প্রার্থী ঘটনাটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইলে মৌখিকভাবে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, শব্দযন্ত্র ছিনতাইয়ের বিষয়টি প্রার্থী আমাকে জানিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়ার জন্য তাকে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।