কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, আখাউড়ায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৪ জুন ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সাইফুল মিয়া (২০) নামের এক যুবককে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ জুন) ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের আহমেদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নাপিতেরচর এলাকার শহীদ মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, সাইফুল মিয়া বাড়ি বাড়ি গিয়ে ডিশ ব্যবসার বিল সংগ্রহ করতেন। সে সুবাধে ওই স্কুলছাত্রীর বাড়িতে আসা যাওয়া ছিল। তখন থেকেই ফাঁদ পাতেন। ১২ জুন সকালে প্রাইভেট পড়ে ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঝুপড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর সাইফুল পালিয়ে যান।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সাইফুল মিয়া স্বীকার করেছেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।