অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসা ৩ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:২০ এএম, ১৫ জুন ২০২১

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার সীমান্তে তিনজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৪ জুন) সাতক্ষীরার ভোমরা ও তলুইগাছা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের মোহাম্মদ ওমর ফারুক (২০), যশোরের রূপদিয়া এলাকার সোনিয়া (২২) ও সাতক্ষীরার দেবহাটা এলাকার তাসলিমা (৩০)।

jagonews24

তাদের কলারোয়ার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।