জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি ইয়াবাসহ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:০০ এএম, ১৫ জুন ২০২১

জয়পুরহাট সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতিকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকার তার নিজ দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক শাহাদত হোসেন।

আটক নুর ইসলাম নুরু জয়পুরহাট শহরের আরামনগর এলাকার মৃত কিনু মন্ডলের ছেলে ও জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি।

ডিবির পরিদর্শক শাহাদত হোসেন জানান, দোকানের সামনে থেকে প্যান্টের ডান পকেটে রাখা ৫০০ পিস ইয়াবাসহ নুর ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত জানান, এক বছর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নুরুকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।