নাটোরে লকডাউন ২২ জুন পর্যন্ত বাড়ল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ জুন ২০২১

সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নাটোরের দুটি পৌরসভায় লকডাউনের মেয়াদ আরও সাতদিন বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ জুন) সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় নাটোর সদর ও সিংড়া পৌরসভায় আরও সাতদিন লকডাউন কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

নাটোর জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ বলেন, গত সাতদিনের লকডাউনে আমরা কিছু সুফল পেয়েছি। কিন্তু করোনা এখনো পুরোপুরি আসেনি। তাই ২২ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন বর্ধিত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নাটোরে করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, একজন নাটোর সদর হাসপাতালে ও একজন বাসায় মারা গেছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।