শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৫ জুন ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ভারতীয় এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সীমান্ত এলাকা কুঞ্জবন এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৪৩/১০ থেকে ওই নারীকে আটক করে বিজিবি।

আটক নারীর নাম সমজা বিবি (৩১)। তিনি ভারতের ধলাইপিন জেলার কমলপুর থানার গঙ্গানগর এলাকার আব্দুস সালামের স্ত্রী বলে জানা গেছে।

৫৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।