উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৫ জুন ২০২১
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আতিক হাসান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কৃষক।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উল্লাপাড়া উপজেলার কয়ড়া হোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিক ওই গ্রামের আলহাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় বৃষ্টি হলে আতিকসহ আরও কয়েকজন একটি ঝুঁপড়ি ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাত হলে একজন নিহত ও দুইজন আহত হন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাবেয়া বিনতে আক্তার জানান, বিকেলে বজ্রপাতে একজন মৃত ও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।