মাদারীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের শহীদুল বেপারীর ছেলে আব্দুর রহমান (২০) ও শরীয়তপুরের সখীপুর উপজেলার দিদারুল হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার (২৫) এবং গুরুতর আহত হলেন কুমিল্লার মেঘলা উপজেলা শাসচুল হকের ছেলে আলমগীর (২৭)।
পুলিশ জানায়, বিকেলে মধ্যচর এলাকায় মাদারীপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে শরীয়তপুর থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহীর ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। অপর মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্যে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালককে ধরা যায়নি। আইনগত সহযোগিতা চাইলে ব্যবস্থা নেয়া হবে।’
এ কে এম নাসিরুল হক/এসজে/এমকেএইচ