কক্সবাজারে ৬ মামলার আসামি এনাম ইয়াবাসহ গ্রেফতার
কক্সবাজারে ছয় মামলার আসামি এনাম বাহিনীর প্রধান এনামুল কবির ওরফে এনাম (৩০) ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব।
বুধবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
গ্রেফতার এনাম শহরের কলাতলীর লাইট হাউস পাড়া এলাকার মৌলভী মো. আলমগীরের ছেলে।
তবে এনামের বাবা জামায়াত নেতা মৌলভী মো. আলমগীরের দাবি, তার ছেলেকে কৌশলে ইয়াবা উদ্ধার ঘটনায় ফাঁসানো হয়েছে।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘মঙ্গলবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংজার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এনামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এনাম টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করার কথা স্বীকার করেছে। জব্দ ইয়াবাসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চদ্র দে বলেন, গ্রেফতার এনামের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, গ্রেফতার এনামের অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/এসএমএম/এমএস