জুয়ার ৭ লাখ টাকা পরিশোধ করতে না পারায় যুবকের আত্মহত্যা
টাঙ্গাইলের ভুঞাপুরে জুয়ার জন্য ঋণ নেয়া সাত লাখ টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছেন শরীফ (৩৫) নামের এক যুবক।
বুধবার (১৬ জুন) রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শরীফ একই গ্রামের উখিলা শেখের ছেলে।
জানা যায়, বুধবার রাতে শরীফ নিজ বাড়িতে বিষপান করেন। এরপর স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
তিনি জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতেন। জুয়া খেলার জন্য জুয়ারিদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা ঋণ করেন তিনি। বুধবার রাতেই এ ঋণের টাকা দেয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেন তিনি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মিয়া বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ জুন) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।’
আরিফ উর রহমান টগর/এসএমএম/জেআইএম