বিধিনিষেধের মধ্যে বিয়ের আয়োজন, কমিউনিটি সেন্টারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৮ জুন ২০২১
ফাইল ছবি

মৌলভীবাজারে করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও আসমা উল হুসনা এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজক পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।