নাটোরে একদিনে করোনায় শনাক্তের হার ৩৭ শতাংশ
নাটোরে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৮৩ শতাংশ।
শনিবার (১৯ জুন) নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে নাটোর সদরে ২৩ জন ও রুদাসপুরে পাঁচজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, ‘নাটোরে শনিবার আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম রয়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাহলে নাটোরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। এরইমধ্যে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড ও ইয়েলোজোন মিলে ৬২ রোগী চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শনিবার পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৭ জন। আর করোনায় জেলায় মারা গেছেন ৪১ জন। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।’
নাটোর সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. পরিতোষ কুমার বলেন, ‘আমাদের অক্সিজেনের কোনো ঘাটতি নেই।’
জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রামামাণ আদালতের পাশাপাশি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৯ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।
রেজাউল করিম রেজা/এসএমএম/এমএস