স্বজনের দাফনে গিয়ে ফিরলেন লাশ হয়ে
নাটোরের বড়াইগ্রামে স্বজনের মরদেহ দাফনে গিয়ে লাশ হয়ে ফিরলেন আবু তালেব (৭৫) নামের এক ব্যক্তি। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৯ জুন) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু তালেব পাবনার চাটমোহরের হান্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা আনছার-ভিডিপির সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগম (৬৫) অসুস্থতাজনিত কারণে মারা গেলে তার মরদেহ দাফনের জন্য প্রাইভেটকারযোগে রওনা দেন তার কয়েকজন স্বজন। তাদের বহনকারী প্রাইভেটকারটি ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে আবু তালেব (৭৫), রোকেয়া বেগম (৬৫), রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আবু তালেবের মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম