ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে ২০০ টাকায় ভারতফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৯ জুন ২০২১

করোনার ভারতীয় ধরন এড়াতে সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বন্ধ রয়েছে আকাশ ও স্থলবন্দর দিয়ে নিয়মিত যাত্রী যাতায়াত। ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া যাত্রীরা স্থলবন্দর দিয়ে বিশেষ ব্যবস্থায় ফিরছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফেরা পাসপোর্টধারী যাত্রীদের নিজ খরচে নির্ধারিত আবাসিক হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। দেশে ফিরে আসা যাত্রীদের মধ্যে শনিবার (১৯ জুন) সন্ধ্যা পর্যন্ত মোট ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এই পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শতাধিক রোগীকে মাত্র ২০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সুবিধা দিচ্ছে। ফলে ভারত ফেরত যাত্রীদের আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকার অর্থ আর লাগছে না।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেন, ‘ভারতফেরত যাত্রীদের জন্য ১০০ বেড সম্বলিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। এখানে শনিবার সকাল পর্যন্ত ৪৫ জন যাত্রী কোয়ারেন্টাইনে আছেন। সেন্টার পরিচালনার জন্য শিফট অনুযায়ী ডাক্তার, নার্স, কোয়ারেন্টাইন ইনচার্জ ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের খাবারের রান্নার বাবুর্চিও আমরা দিচ্ছি। কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী বাজার করে দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকতে মাত্র ২০০ টাকা সার্ভিস চার্জ নিচ্ছি। পরিষ্কার-পরিছন্নতার জন্য এই সার্ভিস চার্জ আমরা নিচ্ছি।’

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত যাত্রী কুমিল্লার আল-আমীন বলেন, ‘হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে থাকায় আমার খরচ সাশ্রয় হয়েছে। না হলে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে গেলে ১৪ দিনে আমার অন্তত ১০ হাজার টাকা ভাড়ার প্রয়োজন হতো। এর পরিবেশ অত্যন্ত সুন্দর। আমাদের চাহিদা অনুযায়ী খাবার-চিকিৎসাসেবা ও অন্যান্য সামগ্রী যথাসময়ে পাচ্ছি। আমাদের কোনোরকম সমস্যা হচ্ছে না।’

ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বলেন, ‘আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন আবাসিক হোটেল ও হাসপাতালে প্রায় আড়াই শতাধিক যাত্রী কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া জেলার বাইরেও কোয়ারেন্টাইন সেন্টারে যাত্রীদের পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারত থেকে আসা বাংলাদেশিদের মধ্যে শনিবার পর্যন্ত ৫০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে অন্তত ২০ জন সুস্থ হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ারেন্টাইনে যারা থাকছেন তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসার সুবিধাটি পাচ্ছেন।’

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।