নাটোরে একদিনে সর্বোচ্চ ১৪৫ জনের করোনা শনাক্ত
নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটিই জেলায় সর্বোচ্চ শনাক্ত। এসময় জেলায় করোনায় মৃত্যু হয়েছে একজনের।
রোববার (২০ জুন) নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, আরপিটিসিআর পরীক্ষায় ৩২১ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭১ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জন ও জিন এক্সপার্টে ৫০ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৯ শতাংশ।
এদিকে নাটোর হাসপাতালে ভর্তি রয়েছেন ৬২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৭৫০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৭ জন।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, ‘নাটোরে আজকে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম। পরীক্ষা বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেশি মনে হচ্ছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাহলে নাটোরে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে।’
নাটোর সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. পরিতোষ কুমার বলেন, ‘আমাদের অক্সিজেনের কোনো ঘাটতি নেই।’
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রামামাণ আদালতের পাশাপাশি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা অব্যাহত রয়েছে।
রেজাউল করিম রেজা/এসএমএম/এমকেএইচ