বিধিনিষেধের চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে শনাক্ত ৫৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২০ জুন ২০২১

করোনা সংক্রমণরোধে ঠাকুরগাঁওয়ে আরোপিত বিধিনিষেধের চতুর্থ দিন পজিটিভ হয়েছেন ৫৬ জন।

রোববার (২০ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বলেন, সম্প্রতি সদর, পৌরসভা ও বালিয়াডাঙ্গী উপজেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। কয়েক দিন পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সদরে ৩৪, বালিয়াডাঙ্গীতে ১৭ এবং রানীশংকৈলে পাঁচজন রয়েছেন। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৯ শতাংশ।

এদিকে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, চলমান বিধিনিষেধের সুফল পেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। সংক্রমণ যেভাবে কমার কথা, সেভাবে কমছে না। ২৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটি পুনরায় বৈঠকে বসবে। বৈঠকে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তানভীর হাসান তানু/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।