চা বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক প্রস্তাব বাতিল চান শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২১ জুন ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া ও ভুরবুড়িয়া চা বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক করার প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা।

সোমবার (২১ জুন) সকাল ১০টায় শ্রীমঙ্গল ভুরবুড়িয়া চা বাগানের বিটিআরআই রাস্তার পাশে দুই বাগানের পাঁচ শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নেন।

ভুরবুড়িয়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুদীপ ঋকিয়াশনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পংকজ কন্দ ও চা শ্রমিকনেত্রী অঞ্জলি রাজগড় প্রমুখ।

বক্তারা বলেন, বাগানের ভেতর দিয়ে হাইওয়ে সড়ক গেলে শ্রমিকদের নানা সমস্যায় ভুগতে হবে। তাদের বসতিতে বাইরের লোকের আনাগোনা বেড়ে যাবে। তাদের গরু-ছাগল চুরি হবে। ছেলেমেয়েরা রাস্তায় দুর্ঘটনার শিকার হবেন।

এসময় বিকল্প রাস্তা হিসেবে সখিনা সিএনজি পাম্পের পাশের পুরাতন রাস্তা সম্প্রসারণ করে আশিদ্রোন হয়ে ফুলছড়া বাগানের ভেতর দিয়ে বিটিআরআই হয়ে ভানুগাছ রোডে সংযুক্ত করার প্রস্তাব করা হয়।

আব্দুল আজিজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।