তাড়াশে যুবলীগ নেতাসহ ৮ জুয়াড়ি আটক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ আট জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
সোমবার (২১ জুন) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, তাড়াশ মডেল প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, আমবাড়িয়া দাখিল মাদরাসার শিক্ষক একলাস হোসেন পিন্টু, নাসির হোসেন, বেলাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারেক, মো. মোস্তফা ও বাহাদুর আলী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ১টার দিকে তাড়াশ পৌরসভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিস থেকে তাদের আটক করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম