বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ছেলেও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২১ জুন ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বয়েরা গ্রামের মৃত আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ও ছেলে রোকন সরদার (৪২)।

স্থানীয়রা জানান, মরিয়ম বেগম বাড়ির উঠানে ভেজা কাপড় রোদে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার তিন ছেলে মাকে বাঁচাতে এগিয়ে আসলে মায়ের সঙ্গে ছেলে রোকনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে মা-ছেলের দুজনের মৃত্যু হয়। বাকি দুই ছেলে মারাত্মক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।