পাবনায় খালে ডুবে দুই কিশোরের মৃত্যু
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে খালের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)।
স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন দুই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ একজন স্রোতের মধ্যে পড়ে যায়। আরেকজন তাকে উদ্ধারের চেষ্টা করলে সেও স্রোতের পানিতে ডুবে যায়।
তিনি আরও জানান, পরে খালপাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা সেখানে যায়। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর ওই দুই কিশোরকে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যায়। ডুবুরি টিমকে খবর দেয়ার পর তাদের উদ্ধার এবং হাসপাতালে নেয়া হয়। পরে পুলিশের সহায়তায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর দেয়া হয়েছে।
আমিন ইসলাম/এএএইচ