ঝালকাঠিতে নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করলেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:২৬ এএম, ২২ জুন ২০২১

ঝালকাঠি পৌরসভা ও জেলার ৪ উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে হ্যাটট্রিক করেছেন কয়েকজন কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান। টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন তারা।

বিজয়ীরা হলেন ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করীম জাকির এবং ৭ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবীর খান।

ইউপি চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন সদর উপজেলার শেখেরহাটে মো. নূরুল আমিন খান সুরুজ, নবগ্রামে মো. মুজিবুল হক আকন্দ, বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক, নলছিটি উপজেলার কুলকাঠিতে এইচএম আখতারুজ্জামান বাচ্চু, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন।

বিভিন্ন মহল থেকে বিশিষ্টজনরা টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

মো. আতিকুর রহমান/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।